ভূঞাপুরে আ.লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার উদ্দেশ্যে কর্মী সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভূঞাপুর পৌরসভার ভূঞাপুর শপিং সেন্টারের তৃতীয় তলায় কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা কর্মী সম্মেলনে অংশ নেন এবং বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মন্ডল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

বক্তারা আগামী ৬ অক্টোবর ভূঞাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার জন্য হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে আসার আহ্বান জানান।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *