মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐহিত্যবাহী বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি একতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া।
এছাড়া খেলা পরিচালনা কমিটির আহŸায়ক আব্দুল আওয়াল মাস্টার, যুগ্ম-আহŸায়ক আনোয়ারুল ইসলাম হিরো, যুগ্ম-আহŸায়ক শফিকুল ইসলাম মন্টু, সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপির সাবেক কমাÐার শামসুল আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য দেন, বহুরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক রাসেল মাহমুদ।
গোহাইলবাড়ী সর্ব সাধারণ আয়োজিত এ খেলায় বাক চাপাইর ফুটবল একাদশ বনাম বলিয়াদি ফুটবল একাদল দল অংশ নেয়। ১ ঘন্টার খেলার শেষার্ধে বলিয়াদি একাদশ দল ১টি গোল করে বিজয়ী হয়। পরে অতিথিরা দুই দলের মাঝে ট্রফি তুলে দেন। কয়েক হাজার মানুষ মনোমুগ্ধকর এ ফুটবল খেলা উপভোগ করেন।
এসএইচ