কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মদ নগর এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে সোহেল মিয়া (৩০) ও ইয়ানূর ইসলাম (২৩) নামের দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক সোহেল মিয়া ঠাকুরগাঁও জেলার, পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে। সে উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতো। অপরজন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের মৃত ইমতাজ আলীর ছেলে ইয়ানূর ইসলাম (২৩) সে উপজেলার সফিপুর কাঁঠালতলা এলাকার নাসিরের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় শ্রমিক পদে কর্মরত ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় পৃথক পৃথকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ