ক’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় চালাচ্ছেন ভ্যান। আর সেটাতে সাওয়ারি হয়েছেন মা অপু বিশ্বাস।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছিল আব্রাম খান জয়। সেসময় পাশ দিয়ে একটি রিকশাভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। এর পর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।
অপু বিশ্বাসও ওঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন।
জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার চিত্র এটা। ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন অপু। আর সেখানেই এমন খুনসুটি উঠে আসে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না। তবে শাকিব-অপু দম্পতির সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি করতে দেখা যায়। তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
এরই মধ্যে জয়কে স্কুলে দিয়েছেন তারা বাবা-মা। সে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলেকে স্কুলে নিয়ে যান। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার অন্ত নেই।