আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার বেঁধে দেওয়া দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা আদায়সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি ও সরকারের বেঁধে মূল্য স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা এবং দেশি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকায় চেয়ে বেশি দামে বিক্রি করায় পৌর বাজারের কাঁচামাল বিক্রেতা শাহালমকে ৩০০ টাকা, শ্যামল চন্দ্রকে ৫০০ টাকা নবিউল স্টোরকে ৩০০ টাকাসহ আরো ব্যবসায়ীদের জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর আলম, পৌর স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মুরাদ হোসেন প্রমুখ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদের সচেতন করাসহ কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ