মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্যালাইন সংকট নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় পৌরসদরের হক মার্কেটের দ্বিতীয় তলা ভবনে এ সভা হয়।
সভায় মির্জাপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জরিপ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার বনিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অপসো স্যালাইন কম্পানির মির্জাপুর এরিয়া ম্যানেজার রাশেদুল ইসলাম, লিবরা কম্পানির টাঙ্গাইল এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, অরিয়ন কম্পানির মির্জাপুর মেডিকেল ইনফরমেশন অফিসার মোবারক হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় সাংবাদিক নিরঞ্জন পাল, মীর আনোয়ার হোসেন টুটুল, এরশাদ মিঞা, আশরাফ উদ্দিন, নাজমুল ইসলাম, মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া মাজেদা ফার্মেসীর মালিক আলমগীর হোসেন খোকন, রাফা ফার্মেসীর মালিক শাহিন মিয়া, মা মেডিকেল হলের মালিক জুবায়ের হোসেন, মা জননী মডেল মেডিশিন সপের মালিক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মো. জাহিদুল ইসলাম জরিপ বলেন, সকল ঔষধ ব্যবসায়ী ও রেজিস্ট্রার ফার্মাসিস্টদের নানা দিক নির্দেশনা দেন। এবং নির্ধারিত মূল্যে সকল ধরনের ঔষধ ও স্যালাইন বিক্রির অনুরোধ জানায়।
এসএইচ