ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা

নজর২৪, নড়াইল- নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জহিরুল ইসলাম উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের মৃত ছাইফুল শেখের ছেলে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জহিরুল ইসলাম এদিন সন্ধ্যায় দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রেজওয়ানের বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাও কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে জহিরুল ইসলাম রেজওয়ানকে রাত ৮ টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. খালিদ সাইফুল্লাহ বিল্লাল জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিভাস শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, জহিরুল ইসলাম রেজওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *