চলমান এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই জমে যেত ফাইনালে ওঠার লড়াই। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে ৪১ রানের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে।
সুপার ফোরের সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা আজকের ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সে সুযোগ আর পাচ্ছে না টাইগাররা। উল্টো ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারতের ম্যাচটি হবে কেবলই নিয়মরক্ষার।
এদিকে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিতয় হওয়ায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াই শ্রীলঙ্কা-পাকিস্তান মাঝে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।