কালিয়াকৈরে চুরির অপবাদে হাফেজকে পিটিয়ে জখম

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এক কোরআনের হাফেজ শাকিল (২১) কে মোবাইল চুরির অপবাদ দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকার রশিদ খাঁনের ছেলে শাকিল (২১) গত ১৮ আগষ্ট রিহ্যাব থেকে পালিয়ে বন্ধুর সাথে দেখা করতে চন্দ্রা দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় যায়। তখন ওই মসজিদের ইমাম আ. আজিজ ও মোয়াজ্জিন হাসান আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলকে মোবাইল চুরির অপবাদে পিঠমোড়া দিয়ে বেঁধে খেলার ব্যাট দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তার পরিবারকে ফোন দিয়ে মারপিটের কথা না বলেই শাকিলকে রিহ্যাবে পাঠিয়ে দেয়। মারপিটের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শাকিলের পরিবার মারপিটের বিষয়টি জানতে পারে। পরে শাকিলের মা সালমা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করে।

এব্যাপারে দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আঃ আজিজ বলেন, আমি শাকিলকে পিটাইনি, বরং মসজিদের ভিতরে নিয়ে সেপ করেছি এবং তার মাকে মোবইল চুরির বিষয়টি জানাইলে তিনি বলেন ছেলেকে পুলিশে দেন। শাকিল নিজেকে কোরআনের হাফেজ পরিচয় দিলে আমি নিশ্চিত হয়ে সম্মান রক্ষার্থে পুলিশে না দিয়ে রিহ্যাবে পাঠিয়ে দেই।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) আফজাল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *