আমির খানের চিত্রনাট্যকারের ছবিতে তাসনিয়া ফারিণ

কলকাতার সিনেমায় এবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন চক্রবর্তী ও বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন। ‘পাত্রী চাই’ নামের ছবিটি পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী। পরিচালকের এটিই প্রথম বাংলা ছবি। যদিও তাঁর আরও একটি পরিচয়ও আছে। তিনি আমির খান প্রযোজিত লাপতা লেডিস-এর চিত্রনাট্যকার। যেখানে প্রযোজক আমির খান, পরিচালনার দায়িত্বে কিরণ রাও।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কলকাতার নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, “আরো এক পৃথিবী”র পর এবার “পাত্রী চাই”।

এরপরই খবরটি ছড়িয়ে পড়ে। আমির খানের প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন জানিয়ে অনেকেই তাসনিয়া ফারিণকে অভিনন্দন জানাচ্ছেন। যা নিয়ে কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিব্রত অভিনেত্রী।

এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, আসলে আমির খানের সিনেমা বিষয়টি এমন নয়। এটা আমির খানের একটা সিনেমার গল্পের লেখকের চিত্রনাট্য। সেই গল্পে আমি কাজ করছি।

তিনি বলেন, মানুষ বিষয়টি ভুলভাবে ব্যাখা করছে। আমি আবারও ক্লিয়ার করছি, আমির খানের প্রযোজিত সিনেমায় কাজ করছি এটা ভুল নিউজ।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, ছবিটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্প নিয়ে। চিত্রনাট্যকার বিপ্লবের ভাষ্য, ‌পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‌’পাত্রী চাই’।

‘পাত্রী চাই’ ছবিতে অর্জুন-ফারিন ছাড়া আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। দুর্গাপূজার পরেই এই ছবির শুটিং শুরু হবে। সিনেমাটির প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *