সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ১নং জেটি সংলগ্ন নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশফাকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ বন্দরের নিজেস্ব জমিতে দখলদাররা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল। বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের আওতায় আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের মোংলা ১নং জেটি সংলগ্ন নদীর পাড় এলাকায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় মোংলা বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন মোংলা থানা পুলিশ ও বন্দরের আনসার সদস্যরা।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত