সর্বশেষ সংবাদ

শেরপুরের ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদ সহ মো. বিপুল মিয়া (২২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকার মো. নিজাম মিয়ার ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই মঞ্জুরুল হক ও মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যাকুড়া- রাবার ড্যাম সড়কের মাঝামাঝি স্থানে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ বিপুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিপুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত