দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান।
সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা ০৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে এক স্ট্যাটাসে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম নিজেই।
দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিকুর রহিম তার তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। সন্তানের নাম রাখা হয়, মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।