কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুর জেলা স্কাউট নির্বাহী কমিটির ১০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি আবুল ফাতে মোহাম্দ সফিকুল ইসলামের সভাপতিত্বে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সমেম্মলণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি অর্থ বছরের মধ্যে জেলা কাব ক্যাম্পুরী,জেলা স্কাউটস সমাবেশ,কাব হলিডে,কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, কাব ও স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্স কোর্স আয়োজন, আভ্যন্তরীন অডিট কমিটি গঠন, কাব ও স্কাউট সদস্য ফি আদায়সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্দ সফিকুল ইসলমা ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুককে ফুলেল স্বাগত জানানো হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুল করিম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভুঁইয়া, জেলা স্কাউটসের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, জেলা স্কাউট কমিশনার সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ আজাদ, সহ সম্পাদক আমান উল্লাহ,জেলা স্কাউট লিডার হোসেন শরীফ আহম্মদ, জেলা কাব লিডার ফাতেমা জোহরাসহ জেলা স্কাউটস নির্বাহী কমিটির ৪৫জন সদস্য যোগদান করেন।
এসএইচ