সর্বশেষ সংবাদ

নাগরপুরে যমুনা নদী ভাঙ্গন পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আশ্রয়ন প্রকল্প ও যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

তিনি মঙ্গলবার সকালে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন। পরে বিভাগীয় কমিশনার উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওআকুটিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।

এছাড়া বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম দুপুরে সলিমাবাদ, ধুবড়িয়া ও দপ্তিয়র ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম, স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ-পরিচালক কে.এম. আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম, টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা ত্রাণ ও পুন:বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক, ইউপি চেয়ারম্যান, শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত