কলকাতার সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারে জায়েদ খান

চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। তখন জায়েদ অবশ্য বলেছিলেন, এমন কোনও প্রজেক্টে তিনি চুক্তিবদ্ধ হননি। কেবল কথাবার্তা হয়েছিল, তাও বহু আগে।

সপ্তাহ তিনেক পর সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিলো। হ্যাঁ, একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা। আজ বুধবার (৩০ আগস্ট) ঢাকায় এসেছেন নায়িকা। নিজেকে ‘মিথ্যা’ প্রমাণ করে তাকে ফুল দিয়ে বরণ করেও নিয়েছেন জায়েদ। এরপর তারা উড়াল দিয়েছেন কক্সবাজারের উদ্দেশে। সেখানেই শুরু হচ্ছে শুটিং।

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের অভিনয় করবেন।

জায়েদ খান বলেন, ‘বুধবার (৩০ আগস্ট) থেকে কক্সবাজারে শুটিং শুরু করেছেন তারা। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি। কয়েকদিন আগে চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

তিনি বলেন, ‘সায়ন্তিকা কিন্তু কলকাতার পরীক্ষিত, সফল নায়িকা। জিৎ, দেবের মতো তারকার সঙ্গে অনেক হিট ছবিতে কাজ করেছেন। তো তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগার বিষয়।’

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *