সন্তান জন্মের আগে থেকেই নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। আবারও আজ থেকে শুটিংয়ে ফিরলেন তিনি।
বিষয়টি বুধবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। তিনি বলেন, একটু আগে কাজ শুরু করলাম। বিষয়টি নিয়ে এখনি বিস্তারিত কিছু বলা যাবে না।
এর আগে সকালে নিজের ফেসবুকে ছেলে রাজ্যকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, সে মায়ের সঙ্গে শুটিং এ যাচ্ছে!
ওই ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে মায়ের সঙ্গে শুটিং সেটে যাচ্ছে রাজ্য। আর সেই মুহূর্তটি ক্যামেরায় নিজেই ধারণ করেছেন পরীমণি।
ভিডিওটি পোস্ট করার ৬ ঘন্টার মাথায় প্রায় ৪০ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে নায়িকার কমেন্টবক্সে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।