সর্বশেষ সংবাদ

উত্তরাতে রিকশা চালাচ্ছেন হিরো আলম!

আলোচিত-সমালোচিত নাম হিরো আলম। সবসময় নতুন নতুন চমক দিতেই পছন্দ করেন সোশ্যাল মিডিয়া খ্যাত এই তারকা।

তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

অভিনয়ের পর গানের খাতাতেও নাম লিখিয়েছেন তিনি। ক’দিন পর পরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। গেল মাসের শেষদিকে তিনি প্রকাশ করেন নতুন গান ‘একটা সিগারেট জ্বালাও’। যা ইতিমধ্যেই ভাইলার হয়েছে নেটদুনিয়ায়। আর গানটি ঘিরে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও।

এবার হিরো আলম শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ। নাম ‘আয়না’। এই সিনেমায় একজন প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছেন হিরো আলম। তার বিপরীতে আছেন রিয়া মনি।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরাতে। সামনে আরও দু’দিন এর শুটিং চলবে।’

হিরো আলম আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করেন দর্শকদের জন্য বেশ কিছু চমক আসছে।’

বর্তমানে অভিনয়ের অনুশীলন করছে- তা উল্লেখ করে হিরো আলম বলেন, ‘আমি এখন অভিনয়ে মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি।’

আরও পড়ুন

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে...

ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার...

সেরা পঠিত