মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় প্রযুক্তি ভিক্তিক দুইদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (২৮ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
এতে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
দুইদিনের উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
এসএইচ