‘বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি, আমাকে কেনা সম্ভব নয়’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৭ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিএম’স রিলিফ ফান্ড’ অ্যাকাউন্টের নাম ব্যবহার করে মির্জা ফখরুলের নামে ‘৫০ লাখ টাকার চেক’ ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোচরে এলে তিনি ভীষণ ক্ষুদ্ধ হন এবং এটিকে নোংরামি বলে উল্লেখ করেন।

গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সামারুহ।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল সংবাদমাধ্যমকে বলেন, এই নোংরামির শেষ কোথায়?, তিনি বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এমন একটি জায়গায় চলে গেছে, এটাকে আমরা বলি নষ্ট সময়, নষ্ট রাজনীতি। কত টাকা আছে তাদের? লক্ষ-কোটি টাকার মালিক হয়েছে জনগণের সম্পদ-ব্যাংক লুট করে। কিন্তু তাদের বুঝতে হবে যে মির্জা ফখরুলকে কেনা যায় না। মির্জা ফখরুল বিক্রি হয় না। তারা সবাইকে নিজেদের মতো বিক্রয়যোগ্য পণ্য মনে করে।’

মির্জা ফখরুল বলেন, ‘এটি আওয়ামী লীগের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। আমরা আন্দোলন করছি। সরকার নিপীড়ন-নির্যাতন করে এই আন্দোলন কোনোভাবেই দমন করতে পারছে না। দেশের মানুষ এই আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হয়ে পড়ছেন। তাই সরকার নানা প্রোপাগান্ডা চালাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *