ঠোঁট সার্জারি গুঞ্জন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন তিনি। সাফল্যের হারেও এগিয়ে। পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে সমালোচনা, বিতর্কের মধ্য দিয়েও যেতে হয়েছে, হচ্ছে।

বছর খানেক আগে গুঞ্জন ওঠে, অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। এ নিয়ে অনুসারীদের অনেকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন নায়িকা। আরও একবার তার কথায় উঠে এলো সার্জারি প্রসঙ্গ।

অপু বিশ্বাস বললেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই স্থূলতা দেখা দিয়েছিল অপু বিশ্বাসের মধ্যে। ওই সময়ের বিভিন্ন ছবি-ভিডিও ফুটেজ নিয়ে এখনও নেটিজেনদের অনেকে কটাক্ষ করেন। তবে নায়িকা জানান, তিনি সেই নিন্দা মোকাবিলা করেই নিজেকে পুনরায় প্রস্তুত করেছেন এবং কাজে ফিরেছেন। অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতোটা ব্যস্ত, বোঝাতে পারবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *