সর্বশেষ সংবাদ

আর স্বতন্ত্র নয়, এবার দল থেকে এমপি নির্বাচন করবো: হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এখন রাজনীতিতেও সরব। চলতি বছর বগুড়া ৪ ও ৬ এবং ঢাকা-১৭ আসনে উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন তিনি।

যদিও কোনো আসনে জয়ী হতে পারেননি কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এবার কোনো একটা দল থেকে নির্বাচন করবো, তবে কোন দল থেকে করবো তা এখনই বলতে চাচ্ছি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নতুন কয়েকটি দলে যোগ দেয়ার অফার আছে।’

স্বতন্ত্র থেকে হঠাৎ দলীয় প্রার্থী হতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়ায় বলে প্রতিবার আমাকে হয়রানি করে। প্রতিবার কোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পাওয়া লাগে। এইসব ঝামেলা যাতে না হয় সেই জন্যেই দলের হয়ে ভোট করবো।’

আরও পড়ুন

সাকিব নৌকার মনোনয়ন পাওয়ায় মুখ খুললেন এমপি শিখর

মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনি এলাকায় চলছে আলোচনা। ওই আসন থেকে বাদ পড়েছেন আলোচিত সংসদ সদস্য...

বাংলাদেশের নির্বাচনে বাইরের থাবা পড়েছে: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে ‘বাইরের থাবা এসেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...

সেরা পঠিত