অবশেষে একসঙ্গে একই ছাদের নিচে সুখের সংসার করছেন ঢালিউড অভিনেতা শরীফুল রাজ ও দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। জীবনে অনেক অঘটন ঘটে গেলেও সব বাঁধাকে পেরিয়ে বর্তমানে এ তারকা জুটি আবার সুখের সংসার করছেন।
এই মুহূর্তে বসুন্ধরার বাড়িতেই একসঙ্গে আছেন রাজ-পরী আর তাদের একমাত্র ছেলে রাজ্য। সব মান অভিমান ভুলে আবার তারা এক হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শরীফুল রাজ নিজেই। সংবাদ মাধ্যমে রাজ জানান, রাজ্য আর পরীকে নিয়েই আমার ঘর। এ ঘর যখনই ঠিক করতে যাই তখনই চারপাশের মানুষ নতুন ইস্যু তৈরি করে। যা বিরক্তিকর।
রাজ আরও জানান, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। তবে ওই ইস্যুকে কেন্দ্র করে অন্য ইস্যু তৈরি করাটা ঠিক নয়। আমাদের (রাজ আর পরী) মধ্যে যা ঘটেনি তাও অসুস্থ হয়ে শুনতে হয়েছে আমাকে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।