দীর্ঘদিন পর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন। সিনেমার নাম ‘লিপস্টিক’। শুটিং শুরুর পাঁচ দিনের মাথায় বন্ধ হয়ে যায় সিনেমাটি।
নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করার কথা ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের। শেষ পর্যন্ত ছবিটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। এরপর পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর স্থলাভিষিক্ত হন পূজা চেরি।
তবে সিনেমাটি নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হয়নি। ছবির পরিচালক কামরুজ্জামান রোমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ কারণেই আপাতত স্থগিত করা হয়েছে দৃশ্যধারণের কাজ।
পূজা বলেন, ‘পরিকল্পনা ছিল টানা ২৫ দিনের শুটিংয়ে ‘লিপস্টিক’ শেষ হয়ে যাবে। পরিচালক হুট কর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আপাতত তা বন্ধ রয়েছে। পরে শিডিউলজনিত কিছু সমস্যা তৈরি হলেও নতুন করে শিডিউল নিয়ে আগামী মাসের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আমাদের।’
অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে পূজা চেরির বিপরীতে রয়েছেন আদর আজাদ। এ জুটির দ্বিতীয় কাজ এটি। এর আগে ‘নাকফুল’ সিনেমায় অভিনয় করেছেন তারা।