সর্বশেষ সংবাদ

হৃদি হককে জড়িয়ে ধরে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি গত ১৮ আগস্ট মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন হৃদি হক। সিনেমাটি আজ বুধবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দেখেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তার সঙ্গে ছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। আরও ছিলেন নায়ক ফেরদৌস, সাজু খাদেম, হৃদি হকসহ একঝাঁক অভিনয়শিল্পী।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত সিনেমাটি দেখা শেষ করে প্রেক্ষাগৃহে কেঁদে ফেলেন সুবর্ণা মুস্তাফা। নীরবে চোখের জল ফেলেন। অনেক দর্শকই কেঁদেছেন। তারপর প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে ফের কাঁদেন সুবর্ণা মুস্তাফা। দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন।

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘হৃদি অসাধারণ একটি সিনেমা বানিয়েছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। এখানে আবেগটা দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।’

হৃদি হক বলেন, ‘সুবর্ণা মুস্তাফার আবেগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি অনেক খুশি।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত