গত কুরবানি ঈদের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’। এ সাফল্যের মূল কারিগর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। দেশের সেরা নায়ক শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে তুমুল ব্যবসা করেছে। ভেঙে দিয়েছে সাম্প্রতিককালে সফল সব সিনেমার আয়ের রেকর্ড। এই সাফল্য উদযাপন করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
ছবির প্রযোজক আরশাদ আদনান স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্তও। তিনি ‘প্রিয়তমা’র সাফল্যে সন্তুষ্ট হয়ে এর পরিচালক হিমেল আশরাফকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন। এই তথ্য হিমেল নিজেই নিশ্চিত করেছেন।
একটি শো রুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল লিখেছেন, ‘‘প্রিয়তমা’র সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া।’
প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোটভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে ছবিটি ম্যাসিভ হিট হয়েছে। এতোটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওরও কাজে আসবে। তাই গাড়িটি উপহার দেয়া। হিমেল ভালো ছেলে। অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে সে ‘প্রিয়তমা’ বানিয়েছে। অনেক পরিশ্রম ও করেছে। আমি তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানাই। পাশাপাশি প্রিয়তমার পুরো টিমের প্রতি আমার অভিনন্দন ও ধন্যবাদ রইলো।’
এদিকে বাংলাদেশের বাইরে এখনও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো ব্যবসা করেছে।
গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে ‘প্রিয়তমা’। এরপর ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে শাকিব খানের সিনেমা। সব মিলিয়েই দারুণ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি।
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।