নিপুণের জীবনে হঠাৎ তৃতীয় ব্যক্তির প্রবেশ!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নাম নিপুণ আক্তার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে সারা দেশে আলোচিত হয়েছেন। সেই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন নায়িকা। পাশাপাশি ব্যবসা ও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে।

তবে সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নিপুণ ফেসবুকে লিখেছেন, ‌‘আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই…’ হ্যাশট্যাগে তিনি জুড়ে দিয়েছেন ‘অপলাপ’। হঠাৎ করে নায়িকার জীবনে কি তৃতীয় কেউ প্রবেশ করেছেন, যার জন্য প্রিয়জনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে?

এদিকে নিপুণের স্ট্যাটাসটি শেয়ার করে অভিনেতা ইমতিয়াজ বর্ষণের স্ট্যাটাস রহস্য যেন বাড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, ‘দোষটা সব সময় পুরুষের হয় না। কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুণ…’

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে নিপুণ বলেন, ‘এটি একটি ওয়েব ফিল্মের সংলাপ। নাম অপলাপ। কিছুদিন আগে এর শুটিং শেষ করেছি।’

এখানেই নিপুণের সঙ্গে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। আরও আছেন জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে।

জানা গেছে, অপলাপ নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। এর গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে ফিল্মটি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সিরিজটি মুক্তি দেওয়া হবে চলতি মাসের শেষের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *