এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। এবার তার কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। ‘আমারও পরানো যাহা চায়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবাহ।
নতুন করে গানটির সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন। গানটি গতকাল সন্ধ্যা ৭টায় প্রকাশ পায় সুবাহর নিজের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহাগ খান এসকে।
এ প্রসঙ্গে সুবাহ বলেন, গান দিয়ে আমার মিডিয়াতে পথচলা শুরু ২০১৯ সালে। আমার প্রথম গাওয়া মৌলিক গান ছিল ‘চল মেলায় যাইরে’। গানটি শুনে সবাই খুব প্রশংসা করেছে। কিন্তু সিনেমায় সময় দিতে গিয়ে আর গান করা হয়নি।
তিনি আরও বলেন, আমি অভিনয়কে ভালোবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই। তাই নজরুল সংগীত ও কিছু নতুন মৌলিক গান এবং পুরোনো গানের কভার আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো। আশা করছি, আমার গাওয়া গানগুলো সবার ভালো লাগবে।
রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক সুবাহর। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।