সর্বশেষ সংবাদ

ভুঞাপু‌রে দোকান দখ‌লের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাক্ষর জালিয়াতি ক‌রে ভূয়া বায়নাপত্র তৈরি ক‌রে দোকান দখ‌ল ও মারধর করার ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দিলেও মামলা রেকর্ড না করার অভি‌যো‌গে সংবাদ স‌ম্মেলন ক‌রেছে ভুক্ত‌ভোগী প‌রিবার। সোমবার (২১ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী বাজারে ভুক্ত‌ভোগী সুরেশ চন্দ্র কর্মকার তার দোকানে এই সংবাদ স‌ম্মেলন ক‌রেন।

এসময় স্থানীয় প্রভাবশালী নুরুজ্জমান নিরব ও সু‌রেশ কর্মকা‌রের ত‌্যাজপুত্র সন্তান বিপ্লব না‌মের বিরু‌দ্ধে স্বাক্ষর জাল ক‌রে দোকান দখ‌লের চেষ্টা, মারধর ও হত‌্যার হুম‌কির অ‌ভি‌যোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে সু‌রেশ কর্মকার ব‌লেন, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য আমি সিরাজগঞ্জ ছিলাম। এই সুযোগে স্বাক্ষর জাল করে দোকান বিক্রির নামে ধর্মান্তা‌রিত হওয়া ত‌্যাজপুত্র সন্তান বিপ্ল‌বের মাধ‌্যমে স্থানীয় প্রভাবশালী নুরুজ্জামান নিরব ২০ লাখ টাকার বায়নাপত্র করে। প‌রে বাড়িতে আসার পর বাজার স‌মি‌তির কর্মকর্তা‌দের মাধ‌্যমে বায়নাপ‌ত্রের বিষয়‌টি জান‌তে পা‌রি। এর কিছু‌দিন পর হঠাৎ করে নুরুজ্জামান লোকজন নিয়ে দোকান দখলের জন্য হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে আমি ও আমার ছেলে র‌বি কর্মকা‌রের উপর হামলা করে গুরুত্বর আহত করে। এছাড়াও দুইজন না‌তীকেও মারধর করা হয়। প‌রে জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন ক‌রে সহ‌যো‌গিতা চাইলে থানা পু‌লিশ এসে চি‌কিৎসা গ্রহ‌ণের পরামর্শ দেন। প‌রে চি‌কিৎসা নি‌য়ে থানায় অ‌ভি‌যোগ দি‌লেও পু‌লিশ স্থানীয় চেয়ারম‌্যা‌নের মাধ‌্যমে বিষয়‌টির সমাধা‌নের কথা ব‌লে। এরপর‌ও বারবার থানায় গি‌য়ে প্রতিকার এবং মামলা গ্রহণ ক‌রে আইনগত কোন ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌নি থানা কর্তৃপক্ষ। প‌রে আমরা কো‌র্টে মামলা দা‌য়ের ক‌রে‌ছি।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, গো‌বিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ইকরাম উদ্দিন তারা মৃধা, ভুক্ত‌ভোগী সু‌রেশ কর্মকারের ছে‌লে র‌বি চন্দ্র কর্মকার ও ছে‌লের বউ দূর্গা রানী কর্মকার। অ‌ভিযুক্ত নুরুজ্জামান নির‌ব বি‌দে‌শে থাকায় তার বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি।

গো‌বিন্দাসী বাজার স‌মি‌তির সভাপ‌তি স‌রোয়ার হো‌সেন আকন্দ ব‌লেন, সংখ‌্যালঘু নিরহ মানুষ পে‌য়ে ভুয়া কাগজপত্র তৈ‌রি ক‌রে দোকান দখল ক‌রে গি‌য়ে‌ছিল তারা। প‌রে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল। পরব‌র্তিতে বাজার স‌মি‌তি কর্তৃপক্ষ দোকান খু‌লে সু‌রেশ কর্মকার‌কে দোকানদারী ক‌রতে দেয়া হ‌য়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফ‌রিদুল ইসলাম ব‌লেন, এই বিষ‌য়ে কোন অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। সু‌রেশ না‌মের ওই লোক থানায় আসে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে অবশ‌্যই ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত