কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাসস্ট্যান্ডে দোয়া ও আলোচনা সভা হয়েছে। সোমবার বিকালে উপজেলার সফিপুর বাসস্ট্যান্ডে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মৌচাক ইউপি চেয়ারম্যান হাজী লোকমান হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাজী হারিজউজুজ্জামান খানসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসএইচ