সর্বশেষ সংবাদ

সৃজিত-মিথিলার সংসারে এলো নতুন অতিথি!

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার পেতেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে সুখী পরিবার তার। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি! সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা নিজেই জানিয়েছেন খবরটি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন মিথিলা। সেখানে দেখা যায়, তার সংসারের নতুন সদস্য ইলাকে। শিহ তাজু প্রজাতির ছোট্ট এই পোষ্যের গলায় গোলাপি ঘুঙুর বেঁধে দিয়েছেন। সাদা লোমের মিষ্টি প্রাণীটি গোটা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আইরাও ভালোবেসে কাছে টেনে নিচ্ছে ইলাকে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘বেবি ইলা আমাদের আনন্দের ঠিকানা।’ মন্তব্যের ঘরে মিষ্টি এই কুকুরছানাকে নতুন পরিবারে স্বাগত জানিয়েছে অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

গত মাসে ওপার বাংলায় মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে ‘ও অভাগী’ সিনেমায়।

অন্যদিকে, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা নিজেই জানিয়েছেন বিষয়টি।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত