হাসপাতালে চিত্রনায়িকা তমা মির্জা

গেল ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। এবার আলোচিত এই অভিনেত্রী দুঃসংবাদ দিলেন।

তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

এ নায়িকা তার অসুস্থতার কথা জানিয়ে লিখেছেন, ‘সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’ এছাড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত জুনেও অসুস্থতার কথা জানিয়েছিলেন এ তারকা। গত ২৩ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চেকইন দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *