সর্বশেষ সংবাদ

ঘাটাইলে বিএনএম’র আহবায়ক জাকির সদস্য সচিব শাহীন

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাকির হোসেনকে আহবায়ক ও এসএম শাহীন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে গুণগ্রামে দলীয় মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও জনসাধারণে মতামতের জবাব দেন ক্যাপ্টেন (অব) মো. জাকির হোসেন। তিনি নব্য প্রতিষ্ঠিত এ দলের পতাকাতলে কাজ করে দেশের কল্যাণে সবাইকে নিয়োজিত হবার আহবান জানান। ক্যাপ্টেন জাকির হোসেন আরও বলেন, আগামীর ঘাটাইলকে সুখী সমৃদ্ধি করতে তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

মতবিনিময় সভাশেষে ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন হয়। ক্যাপ্টেন (অবঃ) মো. জাকির হোসেনকে আহবায়ক ও আবু শাহীন সরকারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোসণা করা হয়।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত