ঘাটাইলে বিএনএম’র আহবায়ক জাকির সদস্য সচিব শাহীন

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাকির হোসেনকে আহবায়ক ও এসএম শাহীন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে গুণগ্রামে দলীয় মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও জনসাধারণে মতামতের জবাব দেন ক্যাপ্টেন (অব) মো. জাকির হোসেন। তিনি নব্য প্রতিষ্ঠিত এ দলের পতাকাতলে কাজ করে দেশের কল্যাণে সবাইকে নিয়োজিত হবার আহবান জানান। ক্যাপ্টেন জাকির হোসেন আরও বলেন, আগামীর ঘাটাইলকে সুখী সমৃদ্ধি করতে তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

মতবিনিময় সভাশেষে ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন হয়। ক্যাপ্টেন (অবঃ) মো. জাকির হোসেনকে আহবায়ক ও আবু শাহীন সরকারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোসণা করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *