অসুস্থ সৃজিতকে নিয়ে মুখ খুললেন মিথিলা

টালিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বুধবার সকালে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। যার বাংলা করতে দাঁড়ায়, ‘অন্ধকার হয়ে আসছে, এতই অন্ধকার যে দেখতে পাওয়া যাচ্ছে না।’

পরিচালকের এমন পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন। জানতে চান কী হয়েছে? সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টের নিচে কেউ লেখেন, ‘কী হয়েছে?’ , কারোর আশ্বাস, ‘অন্ধকার আসলে সাময়িক।’ কিন্তু কী হয়েছে পরিচালকের?

ইন্ডাস্ট্রির ভেতরের খবর, সৃজিত মুখোপাধ্যায় নাকি অসুস্থ। এ বিষয়ে তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’

এদিকে সম্প্রতি ‘দশম অবতার’ সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার আউটডোর শুটিংয়ে বৃহস্পতিবারই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসানসহ পরিচালকের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, তবে পরিচালক অসুস্থ হওয়ায় যাওয়া সম্ভব হয়নি। তবে সুস্থ হলেই ‘দশম অবতার’ সিনেমার আউটডোর শুটিং শেষ করে ফেলতে চান পরিচালক।

এদিকে গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বুকে ব্যাথা হওয়ায় পরিচালককে অ্যাঞ্জিওগ্রাম করতে বলেন চিকিৎসকরা। সেসময় বাংলাদেশে ছিলেন মিথিলা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি কলকাতা ছুটে যান। তবে সৃজিতের অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে কিছুই ধরা পড়েনি বলে সেসময় জানিয়েছিলেন মিথিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *