ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সোশ্যালে তাকে মাঝে মধ্যেই নিজ ক্যারিয়ার, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং সমসাময়িক নানা ব্যাপারে কথা বলে থাকেন। কখনো কখনো কারও নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথাও বলে থাকেন এ নায়ক।
তবে এ তারকাকে খুব কমই রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায়। কিন্তু এবার তাকে ক্ষমতা নিয়ে কথা বলতে দেখা গেল। তার ভাষ্য—ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতাই দিয়ে থাকে, অন্য কিছু নয়। আর মানুষও বানায় না।
সোমবার (১৪ আগস্ট) ওমর সানী তার ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, ‘ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতাই দেয়। কিন্তু মানুষ বানায় না।’ তার এ কথার সঙ্গে অবশ্য সহমত পোষণ করেছেন অনেক তারকা এবং নেটিজেনরা।
অভিনেত্রী অরুণা বিশ্বাস ওমর সানীর এ মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাইতো তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘হ্যাঁ’। এছাড়া নেটিজেনরা লিখেছেন, ঠিক বলেছেন ভাইয়া। কেউ আবার লিখেছেন, একদম ঠিক।