সর্বশেষ সংবাদ

প্রেম চলাকালীন ৮ বছর আগে স্বামীকে নিয়ে যা বলেছিলেন তাসনিয়া ফারিণ

শোবিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। নাটক ও ওয়েব সিরিজে দুর্দান্তভাবে অভিনয় করে যাচ্ছেন। অভিনয়গুণে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। আর পর্দায় বারবার নিজেকে তুলে ধরছেন ব্যতিক্রম আঙ্গিকে।

গত ১১ আগস্ট বিয়ে করেছেন এই অভিনেত্রী। সোমবার (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি জানান তিনি। পোস্টে স্বামীর আংশিক চেহারার সঙ্গে নিজের একটি ছবি দিয়ে এ তথ্য জানান ছোটপর্দার এই তারকা।

আগে থেকেই গুঞ্জন ছিল প্রেম করছেন তাসনিয়া ফারিণ। তবে সোমবার তার ফেসবুক স্ট্যাটাস প্রমাণ করে, এতদিন সত্যিই প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। স্ট্যাটাসে তিনি নিজেই আট বছরের সম্পর্কের কথা জানিয়েছেন।

তাসনিয়া ফারিণ আরও জানান, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশ কর্মরত। তাদের মধ্যে দীর্ঘ আট বছরের প্রেম ছিল। তার সেই কলেজ জীবন থেকে প্রেম। এরপর অন্য পোস্টে অভিনেত্রীর স্বামীর কয়েকটি ছবি প্রকাশ্যে আসে।

এদিকে পরবর্তীতে অন্য একটি পোস্টে স্বামীর পুরো চেহারা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। মঙ্গলবার (১৫ আগস্ট) ইনস্টাগ্রামে পোস্ট করে প্রকাশ্যে আনেন ছবিটি। তবে স্বামীর সঙ্গে এটিই তার প্রথম ছবি প্রকাশ করা নয়। এর আগে ২০১৫ সালের ২৯ ডিসেম্বরও শেখ রেজওয়ানের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এ তারকা।

তাসনিয়া ফারিণ ২০১৫ সালে শেখ রেজওয়ানের সঙ্গে প্রেম চলাকালীন সেই ছবি এবং আট বছর পর (২০২৩) তাদের বিয়ের ছবি পোস্ট করে একই ক্যাপশন দিয়েছেন। দুটি পোস্টেরই ক্যাপশনে লেখা, ‘সুড়ঙ্গের শেষ প্রান্তে তুমিই আলো। তুমি সেই ঢেউ যা আছড়ে পড়ে আমার তীরে। তুমি সেই বই যা বারবার পড়তে পারি আমি। তুমি আমার গল্পের শেষ, তুমিই আমার সবকিছু।’

ফারিণের বিয়ের খবর শুনে অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। আরিফিন শুভ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকেই শুভকামনা জানিয়েছেন এ অভিনেত্রীকে।

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অভিনেতা তাহসানের সঙ্গে গোপণে প্রেম করছেন ফারিণ। তখন এ অভিনেত্রী ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন। অবশেষে শেখ রেজওয়ানকে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন তিনি।

আরও পড়ুন

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে...

ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার...

সেরা পঠিত