নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বঙ্গবন্ধুর আগমনের সময় স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণের একটি প্রস্তরফলক উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ভবন সংলগ্ন স্থানে এই স্মৃতি স্মারক স্থাপন কার্য অনুষ্ঠিত হয়। এর আগে গয়হাটা কলিয়া এলাকায় একটি নতুন সেতু উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে নাগরপুর মহিলা কলেজ ভবনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন এমপি টিটু।
এতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, একেএম কামরুজ্জামান মনি সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মোঃ হুমায়ুন কবির ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, শেখ শামসুল সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী, ছামিনা বেগম শিপ্রা ভাইস চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদ, মো. আনিছুর রহমান প্রিন্সিপাল মহিলা কলেজ, শফিকুল ইসলাম সবুজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ, জাকির হোসেন তালুকদার সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থা নাগরপুর উপজেলা, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএইচ