অস্ট্রেলিয়ায় শাবনূরকে কাছে পেয়ে যা বললেন মাহফুজ আহমেদ

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়।

গতকাল রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেছেন ঢালিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

পুত্র আইজানকে নিয়ে সিনেমাহলে ‘প্রহেলিকা’ দেখেছেন তিনি। সিনেমা দেখতে গিয়ে মাহফুজ আহমেদের সাথেও দেখা হয়েছে তার।

শাবনূর বলেন, ‘টিকেট পাচ্ছিলাম না। অবশেষে পেয়েছি। ছেলে আইজানকে নিয়ে এক চেয়ারে বসে সিনেমা দেখেছি।’

‘প্রহেলিকা দেখে দারুণ লেগেছে। ভীষণ ভালো সিনেমা হয়েছে। সবসময় একইরকম সিনেমা দেখি। কিন্তু এটা ব্যতিক্রম,’ বলেন তিনি।

মাহফুজ আহমেদকে নিয়ে শাবনূর বলেন, ‘অসাধারণ অভিনয় করেছে। এমন ছবিই উপহার দাও। মাহফুজ এতদিন পর এসে দেখিয়ে দিয়েছে। গেটআপটাও দারুণ।’

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘দর্শকদের বলব, বন্ধুদের বলব আপনারা ভালো সিনেমার সাথে থাকুন।’

মাহফুজ আহমেদ বলেন, ‘শাবনূর ‘প্রহেলিকা’ দেখতে এসেছে এটা বড় বিষয়। ছেলেকে নিয়ে আসার জন্য আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে।’

‘শাবনূরের সঙ্গে যখন অভিনয় করতাম অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এখনও তাকিয়ে আছি,’ বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *