পরীর ছেলের জন্মদিনে দামি উপহার নিয়ে গেলেন অপু বিশ্বাস

গতকাল ১০ আগস্ট এক বছর পূর্ণ হয়েছে পরীমণি ও শরিফুল রাজের সন্তান রাজ্যের। বিশেষ দিনটি উদযাপনে কোনো কার্পণ্য করেননি অভিনেত্রী। যেখানে যা লাগে তাই দিয়ে রঙিন করে তুলেছিলেন ছেলের জন্মদিন।

ঢাকাই সিনেমার তারকাদের অনেকে এসেছিলেন জমকালো এই আয়োজনে। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দামি এক উপহার নিয়ে এসেছিলেন রাজ্যের জন্য। নিজের হাতে রাজ্যের গলায় সোনার হার পরিয়ে দেন তিনি। এরমধ্যে এর রাজ্যকে উপহার দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের জন্মদিনে। তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

মোটা অংকের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হয়েছেন জমকালো এই আয়োজনে।

এদিকে কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয় ছেলের নাম বদলে ফেলেছেন পরীমণি। শোনা যায়, রাজ্য নাম বাদ দিয়ে রাখা হয়েছে আরও দুটি নাম পদ্ম-পুণ্য। ছেলের জন্মদিনে পরীমণি পদ্মফুলের ডিজাইনের ও রঙের গাউন পরে হাজির হয়েছেন। অনুষ্ঠানস্থলও সাজানো হয়েছে সেই থিমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *