সর্বশেষ সংবাদ

ছেলের প্রথম জন্মদিন পালনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করলেন পরীমণি!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন বলে কথা। আয়োজনের কোনো কমতি রাখেননি, ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে ছেলের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করছেন তিনি।

রাত সাড়ে ৯টার দিকে ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন পরীমণি। রাজ্যকে ভালোবাসা জানাতে ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজন ও কাছের মানুষজন হাজির হয়েছেন এই আয়োজনে।

জমকালো এই আয়োজনে কত খরচ করেছেন পরীমণি?—এমন প্রশ্নের জবাবে এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানান, অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

তিনি বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমণিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

এদিকে এর আগে পরীমণি জানিয়েছেন, পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হচ্ছে। তার ভাষায়, ‘ওইভাবে মিডিয়ার মানুষজন থাকছেন না। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব।’

জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবা দুজনের দেয়া পোশাকই পরেছে রাজ্য। পরীমণি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে আছে রাজ্য।’

পরীমণি আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন। রাজ্যর জন্মদিনের অনুষ্ঠান সাজানো হয়েছে পদ্মফুলের থিমে।

পরীমণি বলেন, ‘রাজ্য খুব হাসিখুশি আছে। আজ প্রথম ডিম খেলো সে। পুরো একটি ডিম ভেঙে ভেঙে দিলাম তাকে, খেয়ে ফেললো। এত কিউট আমার বাচ্চাটা। মনে হয় যেন মাকে বুঝতে পারে ও। এখন আর খুব একটা জ্বালা–যন্ত্রণা দেয় না আমাকে।’

শরীফুল রাজ ও পরীমণির পরিচয় হয় ২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে। সেই থেকে প্রেম ও পরিণয়। ২০২২ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত