সর্বশেষ সংবাদ

আমার যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই: পূজা চেরি

দীর্ঘদিন লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা গণ্ডি থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বিরতি ভেঙে আবারও ফিরলেন ক্যামেরার সামনে। ফিরে এসে জানালেন বিরতির কারণ।

ইতোমধ্যে গাজীপুরে ‘লিপস্টিক’ ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। শিগগির শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। কেন মাঝখানে প্রায় দেড় বছরের মতো শুটিংয়ে অনুপস্থিত ছিলেন জানালেন পূজা চেরি।

তিনি বলেন, ‘আমি বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝখানে সেরকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, “কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন ২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।”

‘লিপস্টিক’-এ দুটি ভিন্ন চরিত্রে ধরা দেবেন পূজা চেরি। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি।

আরও পড়ুন

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

শিক্ষাগত যোগ্যতা নিয়ে শাকিবকে টিটকারি! মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান

কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রে ছিলেন শাকিব খান এবং জায়েদ খান। নিজেকে শাকিবের থেকে বেশি শিক্ষিত বলে দাবি করেছিলেন জায়েদ। এরপরেই ফুঁসে ওঠেন শাকিব...

সেরা পঠিত