মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা আর আলোচনাসভার মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) দুপুর ১২টায় সাগরদিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আদিবাসী নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে বের করা হয়। মাদলের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি সাগরদিঘীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরদিঘী কালি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার চেয়ারম্যান শ্রী মহানন্দ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে দেশের সকল মানুষের নাগরিক, সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নৃ গোষ্ঠীদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা উন্নয়ন সহ নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশের কোন মানুষকে ভূমিহীন, গৃহহীন রাখবেন না। বিএনপি-জামাত বাংলাদেশের উন্নয়ন ধারাকে ব্যাহত করার জন্য আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। দেশের মানুষ ভালো আছে। তাই বাংলাদেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করে সরকার গঠন করার সুযোগ করে দেবে। আমি দায়িত্ব পেলে ঘাটাইলের নৃগোষ্ঠীর সকল অধিকার সংরক্ষিত করবো ইনশাল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মিস্টার যোহন সাংমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড.অধীন চন্দ্র সরকার, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিয়ার রহমান, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, ঘাটাইল পৌরসভার কাউন্সির এস.এম সাহেদ আহমেদ, সাগরদিঘী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আনছার আলী, বাংলাদেশ কোচ উন্নয়ন সোসাইটির সভাপতি বাবু শ্রী মনোরঞ্জন চন্দ্র কোচ, ঘাটাইল ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সাবেক চেয়ারম্যান বাবু অনিল চন্দ বর্মন প্রমুখ।
এসএইচ