একবার শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, আর নষ্ট করবেন না: জায়েদ খান

প্রায় দুই বছর আগে খবর বেরিয়েছিল, টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নায়ক হচ্ছেন জায়েদ খান। ‘জখম’ শিরোনামের ছবিটি পরিচালনা করার কথা ছিল অপূর্ব রানার। প্রযোজক হিসেবে নাম এসেছিল শাপলা মিডিয়ার। যদিও এই ছবি নিয়ে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

দীর্ঘদিন পর সেই প্রসঙ্গ নিয়ে দেশের একটি গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন জায়েদ। তার বক্তব্য, ‘একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়ে নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সেসময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’

সম্প্রতি খবর বেরিয়েছে, টলিউডের আরেক নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন জায়েদ। ছবিটি পরিচালনা করবেন তাজু কামরুল। তবে এতে অভিনয়ের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এর সূত্র ধরেই শ্রাবন্তীর প্রসঙ্গ টেনেছেন এ নায়ক।

জায়েদ বলেন, ‘এসব কী রে ভাই, খামাখা একটা খবর। তাজু কামরুল এফডিসি পাড়ায় থাকেন। খামাখা আলোচনায় থাকতে চান। এটি অনন্য মামুনের পার্টি। কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে ছবিতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।’

অনেক আগে ওই পরিচালকের সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা হয়েছিল বলেও জানান জায়েদ খান। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ছবি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছিল তার সঙ্গে। কিন্তু কোনো চুক্তি বা চূড়ান্ত কিছুই হয়নি। এ রকম অনেক পরিচালকের সঙ্গে আমার ছবি নিয়ে আলোচনা হয়, হয়েছে। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম। শুনি ওই পরিচালক এখন নাটক করেন, তিনি নাটক নিয়ে আছেন।’

বিষয়টি নিয়ে পরিচালক তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জায়েদ খান ও সায়ন্তিুকাকে নিয়ে যে নিউজ বেরিয়েছে, ওভাবে আমি কোথাও বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *