ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান নতুন সিনেমা করতে যাচ্ছেন। এতে তার নায়িকা হিসেবে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে জায়েদ খান বললেন ‘না’, আমার সঙ্গে সায়ন্তিকার ছবি করার ব্যাপারে এমন কোনো আলোচনা হয়নি।
ভারতীয় সূত্রের মতে, জায়েদ খানের বিপরীতে দেখা যাবে তাকে। নায়িকাও কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তেমনই বলেছেন। সেখানে তার ভাষ্য, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’
বিষয়টি নিয়ে জায়েদ খান সমকালকে বলেন, ‘দির্ঘ্যদিন পর যুক্তরাষ্ট্র থেকে আমি দেশে ফিরেছি। এরপর আমি গ্রামের বাড়িতে চলে আসি। এখন সেখানেই অবস্থান করছি। এরমধ্যে কখন তার সঙ্গে আলোচনা হল? এমন কিছু হলে তো আমি নিজেই জানাব। একটি মহল থেকে এমন গুজব ছড়ানো হয়েছে।’
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন তখন সায়ন্তিকা নিয়ে গুঞ্জন উঠেছে ঢাকাই ছবির আরেক খানের বিপরীতে অভিনয় নিয়ে।