সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা কারণেই সমালোচনার মুখে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যা নিয়ে নানা মাধ্যমে অনেক কথা হয়। কখনো কখনো সোশ্যালে ট্রলও হয়। আর নিজেকে এভাবে নেতিবাচকভাবে তুল ধরার ব্যাপারে কথা বলেছেন তিনি।
রোববার (০৬ আগস্ট) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপোর্ট মানবকল্যাণ সংস্থা’র আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জায়েদ জানান ভালো কাজ দেখতে না পেরে সমালোচনা করছে কিছু মানুষ।
জায়েদ খান বলেন, “কিছু মানুষ ইউটিউব আর ফেসবুকে ভিউ বাড়ানো ও ডলার আয় করার জন্যই আমার নামে অপপ্রচার চালায়; আমার নামে নেগেটিভ প্রচার করে। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব থাকাকালীন শিল্পীদের জন্য নিজ উদ্যোগে অনেক ভালো কাজ করেছি।’
তিনি আরও বলেন, “বিগত দিনে আমার সংগঠন ‘সাপোর্ট’-এর মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই ভালো কাজের স্বীকৃতি হিসেবে আমি ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পেছনে সমালোচনা থাকবেই। এ ছাড়া শিল্পী সমিতিকে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করা হয়েছে। সেখানে কিছু মানুষ রয়েছেন যারা আমার কার্যক্রম সহ্য করতে পারেননি। তবে সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিলেন, বিভিন্ন সুবিধা-অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছেন।”