বাংলাদেশ থেকে দুটি শব্দ শিখে যাওয়ায় তোপের মুখে ইধিকা

‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কাজ শেষে চলেও গেছন নিজের দেশে। কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ‘ইনশাল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দ দুটি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পর্দার ইতি।

এরপরই নিজ দেশে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের দর্শকরা ছেড়ে কথা বলছেন না তাকে। তারা বিভিন্নভাবে কটাক্ষ করছেন। কেউ বলেছেন, ‘কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন!’ কারও প্রশ্ন, ‘ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?’

বাংলাদেশ প্রসঙ্গে ইধিকা বলেছিলেন, ‘বাংলদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ইনশাল্লাহ। সমস্ত কিছু ভালো হলে বলে ইনশাল্লাহ। ওইটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনোকিছু ভালো হলে আমিও বলে দেই ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে বিসমিল্লাহ। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে রেখে দিয়েছি।’

এরপরই তোপের মুখে পড়তে হয় ইধিকাকে। তবে বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি এ অভিনেত্রী।

ইধিকা কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ। ‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের মন জয় করেছেন তিনি।‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন তিনি। এতে তাকে দেখা গেছে ইতি চরিত্রে। সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *