সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে নতুন ৪৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। জেলায় বৃহস্পতিবার (৩ আগষ্ট) গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩১ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১২৬ জন। একজন রোগী মৃত্যুবরণ করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, নাগরপুরে ৫ জন, মির্জাপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, মধুপুরে ১ জন, ধনবাড়ীতে ৮ জন এবং গোপালপুর উপজেলায় ৭ জন রয়েছেন।

এসএইচ

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত