রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। জেলায় বৃহস্পতিবার (৩ আগষ্ট) গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩১ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১২৬ জন। একজন রোগী মৃত্যুবরণ করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, নাগরপুরে ৫ জন, মির্জাপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, মধুপুরে ১ জন, ধনবাড়ীতে ৮ জন এবং গোপালপুর উপজেলায় ৭ জন রয়েছেন।
এসএইচ