সর্বশেষ সংবাদ

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ২

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০২ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার স্বপন চন্দ্র বর্মণের ছেলে অর্থ বর্মণ (১৫) ও একই জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের সবুজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আমবোঝাই পিকআপটি সামনে থাকা একটি যাত্রীবাহী বাস অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় অপর ব্যবসায়ী আরিফুল ইসলামকে আহতাবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা টুটুল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত