মোংলায় পোনামাছ অবমুক্ত করলেন: উপমন্ত্রী

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৩০টার বেশী পুকুরে প্রায় ৮মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১লা আগষ্ট) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ চত্বর পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার পৌর আ’লীগ কার্যালয় মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি প্রনয়ের লক্ষ্যে প্রস্তুতি সভা করেন।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদারসহ বিভিন্ন অধিদপ্তরের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *