সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে (৩০ জুলাই) উপজেলার বাস টার্মিনাল চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বাজার পদক্ষিণ শেষে টার্মিনালে এসে শেষ হয়। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড মহল্লায় থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাস টার্মিনালে জড়ো হয়। এ সময় টার্মিনাল চত্বরে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ জানায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ব্রজ গোপাল সাহা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ আরও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত